বিভিন্ন দেশে করোনার বিভিন্ন রূপ ছড়িয়ে পড়ার করণে এ বছর অস্ট্রেলিয়া প্রবেশের অনুমতি পাচ্ছে না কোনো পর্যটক। ২০২২ সালের আগে দেশটির পর্যটনকেন্দ্রগুলো খোলা হবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া সরকারের অর্থমন্ত্রী সিমন বার্মিংহাম। ফলে অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো জনমানব শূন্যই থাকছে অনির্দিষ্টকাল পর্যন্ত।

তিনি বলেন, আমরা এ অনিশ্চিত সময়ের মধ্যে পর্যটন খাতের লাভের জন্য আমাদের দেশের মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে রাজি নই। কোভিড-১৯ এর বিভিন্ন রূপ ছড়িয়ে পড়ায় এবং ভ্যাকসিনের কার্যকারিতা অনিশ্চিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।