in , ,

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ৫মে পর্যন্ত

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই সময়ে প্রবাসীদের জন্য সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলাচল করবে। এছাড়া অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন, বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান। তিনি বলেন, আমরা ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে এখনও আলোচনা করছি। লকডাউন যেহেতু সাত দিন বৃদ্ধি করা হয়েছে, এ জন্য ফ্লাইট চলাচলের বিধিনিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।

মা-বাবার পাশে চিরনিদ্রায় মুনিয়া

আগেই দেশ ছেড়ে গেছেন সায়েম সোবহান