in ,

একটা হোঁদল কুতকুত, আর একটা কিম্ভুতকিমাকার দেশ চালাচ্ছে: মমতা

একবারও নাম করেননি অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদির। কিন্তু, ইঙ্গিতটা যে তাদের দিকেই তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। বুধবার হুগলি জেলার সাহাগঞ্জে ডানলপ কারখানার মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটা হোঁদল কুতকুত আর একটা কিম্ভুতকিমাকার দেশ চালাচ্ছে। আহা, দেখতে কি সুন্দর। বিজেপির মন্ত্রী বাবুল সুপ্রিয় মুখ্যমন্ত্রীর এই উক্তির তীব্র সমালোচনা ও নিন্দা করেছেন। তিনি বলেন, কারো চেহারা নিয়ে মন্তব্য করাটাকে বডি শেমিং বলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাই করেছেন। এর দ্বারা তিনি তৃণমূল কংগ্রেসের রুচি এবং সংস্কৃতিকেই তুলে ধরেছেন। অন্যকে ছোট করতে গিয়ে তিনি নিজেই ছোট হয়েছেন।

বুধবার সাহাগঞ্জের জনসভায় ময়দান ও টালিগঞ্জের এক ঝাঁক তারকা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি যেমন এই দলে ছিলেন, তেমনই ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, পরিচালক সুদেষ্ণা রায়, শিশু অধিকার রক্ষা কমিটির চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী প্রমুখ। সায়নীর যোগদান প্রসঙ্গে শ্রীলেখা মিত্র টুইট করেছেন, সায়নী তুইও বিক্রি হয়ে গেলি!

-মানবজমিন

পিলখানা হত্যাকাণ্ডের এক যুগ

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি