in

টাঙ্গাইলে অনুমোদনহীন ঔষুধ কোম্পানীকে ১ লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন একটি ঔষুধ কোম্পানীকে ১ লাখ টাকা জরিমানা করেছে টাঙ্গাইল র‌্যাব।

আজ(১৮ এপ্রিল) বিকেল ৪ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এবং ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘাটাইল, টাঙ্গাইল এর নেতৃত্বে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) প্রতিষ্ঠানের মালিককে রেজিস্ট্রেশনবিহীন ঔষধ (ট্যাবলেট) উৎপাদন করার অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় মোঃ রফিজ উদ্দিন এর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়।

করোনা ঠেকাতে দরকার একটু সতর্কতা ও সচেতনতা

সেই চিকিৎসকের সঙ্গে পুলিশ-ম্যাজিস্ট্রেটের কী হয়েছিল?