in ,

ঢাকা ফেরা নিয়ে অনিশ্চয়তা

দূরপাল্লার যান বন্ধ ছিল। তবুও মানুষের বাড়ি যাওয়া ঠেকানো যায়নি। যে যেভাবে পেরেছেন বাড়ি গেছেন। ষাট লাখের বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। স্বাস্থ্যবিধি মানা হয়নি মোটেও। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাড়ি যাওয়াদের ঢাকা ফেরা নিয়েও শঙ্কা বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম বলেন , করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে ভিড় জমিয়ে বাড়ি গিয়েছেন, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে।

পরে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের ফেরানোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গ্রামমুখী মানুষের বাধভাঙ্গা জনস্রোত দেখা যাওয়ায় বিশেষজ্ঞরা সংক্রমণ ও মৃত্যুর হারে নতুন ধাক্কা লাগার আশঙ্কা করছেন। ঈদ পরবর্তীকালে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

ইসরায়েলের বিমানবন্দরে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ‘আইয়াশ’ এর আঘাত

ঈদের সালামি দিয়ে জায়গা কিনেছেন ঐশী