in , ,

দেশ ছেড়ে দলে দলে কোথায় যাচ্ছে মিয়ানমারের নাগরিকরা ?

মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সাং সু চিকে আটক করে শাসনভার নিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী। এখন সেনাবাহিনীর গুম-অপহরণ-হত্যা আর গ্রেফতার আতঙ্কে অতিষ্ঠ নাগরিকরা এবার মিয়ানমার ছাড়তে শুরু করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, সেনা সরকার বিরোধী আন্দোলন করেন না এরপরেও তাদের মেনে নিতে পারছেন না, এমন মানুষরা দেশ ছাড়ছেন।

মিয়ানমারের ভারত সীমান্তবর্তী কর্মকর্তারা শনিবার (৫ মার্চ) এমনই বার্তা দিয়েছেন। তারা জানান, সেনা অভ্যুত্থানের অশান্তি এড়াতে প্রায় অর্ধশত মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছেন। অপেক্ষায় আছেন আরও ৮৫ জনের একটি দল।

এদিকে ভারতের আসাম রাইফেলস প্যারামিলিটারি ফোর্সের এক কর্মকর্তা বিবিসিকে জানান, ইতোমধ্যে ৮ পুলিশসহ ৪৮ জন মিয়ানমার নাগরিক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে প্রবেশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, আরো কমপক্ষে ৮৫ মিয়ানমার নাগরিক ভারতে প্রবেশের অপেক্ষায় আছেন।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, পুলিশসহ যারা ইতোমধ্যে ভারতে প্রবেশ করেছে- তারা মিয়ানমারের বর্তমান জান্তা সরকারের অধীনে কাজ করতে চান না।

গত ১ ফেব্রুয়ারি সেনাবহিনীর ক্ষমতা দখলের পর থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে মিয়ানমার। এক মাসেরও বেশি সময় ধরে চলা অব্যাহত বিক্ষোভ দমনে বেপরোয়া হয়ে উঠেছে সেনাবাহিনী।

কৃষিগবেষণায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

আজ আন্তর্জাতিক নারী দিবস