in

ধনবাড়ীতে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সুজন, ধনবাড়ী, (টাংগাইল) থেকে:

টাংগাইলের ধনবাড়ী উপজেলা হল রূমে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফিনের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার (ভূমি) হাসান হাফিজুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুনার রশীদ হিরা, আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন নাহার লিনা বকল , মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ চান মিয়া, ধোপাখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, ভলিবদ্র ইউনিয়ন চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু, বানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান শামসুল আলম তালুকদার, মুশুদ্ধি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা সমবায় অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা, ডিজিএম পল্লী বিদ্যুৎ, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন, প্রধান শিক্ষক সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল, সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে।

আইন শৃঙ্খলা বিষয়ক সভা রাস্তার পাশ দিয়ে অপরিকল্পিত পুকুর খনন , নওয়াব প্যালেসের সামনে অবৈধ দোকান উচ্ছেদ, বাল্য বিবাহ বন্ধ, মাদক নিয়ন্ত্রন, মোড়ে মোড়ে লুডু-ক্যারম খেলার নামে জুয়া খেলা বন্ধ, বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন ও অবৈধ পর্কিং নিয়ন্ত্রন, গরু ও মোটর সাইকেল চুরি ছাড়াও যেকোন চুরিু-ডাকাতি বন্ধ সহ নানাবিধ বিষয় গুরুত্ব পায়।

বর্তমানে ধনবাড়ীতে আইন শৃঙ্খলা বিষয়ে উপস্থিত সকলে সন্তুষ্ট প্রকাশ করেন এবং অফিসার ইনচার্জ চান মিয়া সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সংঘর্ষে ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু

রপ্তানি ও শিল্পে ব্যবহারযোগ্য আগাম জাতের আলু চাষে অপার সম্ভাবনা