in , ,

নেইমারকে কেনার ক্ষমতা নেই রিয়ালের

২০২২ সালে পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি শেষ হয়ে যাবে। তাই পিএসজি চাচ্ছে তার সঙ্গে নতুন করে চুক্তি করার জন্য। একই কথা প্রযোজ্য এমবাপ্পের ক্ষেত্রেও। তার সঙ্গেও চুক্তি শেষ হয়ে যাবে ২০২২ সালে।

এই দুই তারকারই আগামী মৌসুমে ক্লাব ছাড়ার গুঞ্জন রয়েছে। যেহেতু যদি তারা চুক্তি না করে তাহলে ২০২২ সালে বিনামুল্যে ছেড়ে দিতে হবে। এই ক্ষতি এড়াতে হয়তো আগামী মৌসুমেই তাদের বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারে পিএসজি (যদি নতুন চুক্তি করে তাহলে অন্য কথা)।

তবে ইএসপিএনের সাংবাদিক জুলিয়ান লরেন্স দাবী করেছেন যে, তাদের কেনার জন্য যে টাকা প্রয়োজন সেটা এই মুহূর্তে দেয়ার মত সামর্থ্য কারোই নেই।

তিনি বলেন, “এই্ মুহূর্তে কেউই নেইমার বা এমবাপ্পেকে কিনতে পারবে না। এমনকি রিয়াল মাদ্রিদও পারবে না। তাদের কেনার জন্য যে টাকা প্রয়োজন এবং তাদের যে বেতন সেটা কেউই দিতে পারবে না।”

খেলাধুলা ছেলেমেয়েদেরকে বিপথে যাওয়া থেকে রক্ষা করতে পারে: কৃষিমন্ত্রী (ভিডিও সহ)

ম্যারাডোনার ধারেকাছেও নেই মেসি