in ,

ব্যস্ত পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরি ঘাট

কঠোর লকডাউনে আটকে পড়ার ভয়ে কোন রকমে ঈদের উৎসব শেষ করতে না করতেই রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষজন। ফলে বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে যাত্রী ও যানবাহনের। দৌলতদিয়া থেকে ফেরি ও লঞ্চ যোগে পাটুরিয়া ঘাটে এসেই যানবাহনের জন্য হুমরি খেয়ে পড়ছেন যাত্রীরা। এতে ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-আরিচা মহাসড়ক। পথে ঘাটে বেড়েছে যাত্রী ভোগান্তি।

বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানিয়েছেন, ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষনায় ঈদের পর দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে। বিশেষ করে দৌলতদিয়া প্রান্তে রাজধানী ঢাকা মুখী দুর পাল্লার বাস ও ছোট গাড়ি প্রাইভেটকার, মাইক্রোবাস এবং যাত্রীর চাপ অনেক বেশী।

ওপার থেকে ফেরি যোগে যানবাহন ও যাত্রীরা পাটুরিয়া হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন। যানবাহন ও যাত্রী পারাপারের ১৭টি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।
এছাড়া আরিচা-কাজিরহাট নৌরুটেও যানবাহনের চাপ বেড়েছে। ওই নৌরুটে ৩টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

কাল থেকে ২ সপ্তাহের কঠোর লকডাউন

শততম ম্যাচে বাংলাদেশের বড় জয়