in

ধনবাড়ী কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সুইটিকে বাঁচাতে এগিয়ে আসুন

ধনবাড়ি কলেজিয়েট স্কুলের ২০০৭ ব্যাচের মেধাবী শিক্ষার্থী নাসরিন আক্তার সুইটি জটিল ক্যান্সার রোগে আক্রান্ত। গত ৩ মে সুইটির খাদ্যনালীতে বড় একটি টিউমার ধরা পরে এবং স্কয়ার হাসপাতালে ব্যায়বহুল একটি অপারেশন করা হয়। রোগীর অবস্থা দেখে ডাক্তাররা বায়োপসি করেন এবং বায়োপসি রিপোর্টে টিউমারে সারকোমার উপস্থিতি পাওয়া যায়, যেটি খুবই মারাত্মক এবং বিরল এক ধরণের ক্যান্সার।

এই ধরণের ক্যান্সার খুব তাড়াতাড়ি কিডনি, ফুসফুস, মাংসপেশী আক্রান্ত করে ফেলে এবং এর চিকিৎসা খুবই ব্যয়বহুল। প্রাথমিক হিসেব মতে প্রায় ১৭টি কেমোথেরাপি দিতে হবে। কেমোথেরাপি সহ বাকি সব খরচ মিলিয়ে ১৩-১৫ লক্ষ টাকার প্রয়োজন যা সুইটির পরিবারে পক্ষ থেকে মেটানো অসম্ভব।

সুইটির একসময়ের সহপাঠীরা বলেন, ছোটবেলার স্কুলফ্রেন্ড যখন ক্যান্সারে আক্রান্ত হয় তখন বন্ধুদের মনের অবস্থা কি হয় সেটা কেবল তার বন্ধুরাই জানে। টাকার জন্য আমরা সুইটিকে হারাতে রাজি না। সবাই সুইটি এবং তার পরিবারের জন্য দোয়া করি। সুইটির চিকিৎসার জন্য আমরা যেন আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

সহযোগিতার মাধ্যম
বিকাশ: সৈকত – 01723 33 26 49 ( পার্সোনাল )
নগদ : তকিব – 01816 87 78 71 ( পার্সোনাল )


ব্যাংক একাউন্ট:
The Premier Bank Limited
Account Name: MD. Rafat Islam
Account No: 0162-12100000646
Routing No: 235260152
SIWFT: PRMRBDDHCTO


যোগাযোগের জন্য:
সৈকত – 01723 33 26 49
কনক – 01789 66 01 63
সাগর – 01920 38 95 35
শুভ – 01917 10 70 55

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর বাতিল করে প্রণোদনার দাবি

মহামারির কারণে সংকটের মুখে ১০ কোটি শ্রমিক