in

সোমবার থেকে ভারতে খোলতে যাচ্ছে সিনেমা হল

করোনাভাইরাস সংক্রান্ত বিধি নিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সোমবার থেকে অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল খোলা যাবে। দিল্লি সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই খবর।

শুধু সিনেমা হল নয়, সোমবার থেকে খোলা থাকবে দিল্লির দোকান ও রেস্তোরাঁ। শতভাগ যাত্রী নিয়ে চলবে মেট্রো ও বাস। দিল্লীতে কোভিড সংক্রমণ কমতে শুরু করায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দিল্লি সরকারের এই সিদ্ধান্তে দারুণ খুশি পরিবেশকরা। মহারাষ্ট্রের চলচ্চিত্র পরিবেশক অক্ষয় রাঠি এই প্রসঙ্গে বলেছেন, ‘ দিল্লি সরকারের ৫০% দর্শক নিয়ে সিনেমা হল খোলার সিদ্ধান্তের প্রশংসা জানাই। আশা করছি মহারাষ্ট্রেও খুলবে। পুরো দেশেই চলচ্চিত্রের চাকা হয়তো আবার ঘোরা শুরু করবে।’

প্রযোজক এবং ফিল্ম বিজনেস বিশেষজ্ঞ গিরিশ জোহার বলেছেন, ‘খুবই ইতিবাচক সিদ্ধান্ত।


আত্মবিশ্বাস এবং মনোবল ফিরবে সবার। এখন মহারাষ্ট্র সিদ্ধান্তের অপেক্ষায় আছে। আশা করছি শিগগির খুলবে। সিনেমা ব্যবসার জন্য সবুজ সংকেত এটি।’

বিয়ের পিঁড়িতে বসেও অফিসের কাজ করছে বর

মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন