in ,

কুয়েত শাখা ছাত্রলীগের উদ্যোগে জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রতিদিনই করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। আর এই সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের মধ্যেই সম্প্রতি আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েছে। সংক্রমণ ঠেকাতে আবারও মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে বিভিন্ন ছাত্র এবং সামাজিক সংগঠন।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশে কুয়েত ছাত্রলীগের উদ্দ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। (২০এপ্রিল) দুপুরে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

কুয়েত শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে ৫ শতাধিক মাস্ক বিতরণ করেছি। মাস্ক পরার জন্য আহ্বান জানাচ্ছি। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করছি। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সব পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করবে ইনশাআল্লাহ।

করোনায় তরুণদের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে

বৈঠক তো দূরের কথা, বাবুনগরীর সঙ্গে খালেদার কখনো দেখাই হয়নি: হেফাজত