বিশ্বের ধনী উদ্যোক্তা ইলন মাস্ক আবারও বিতর্কের মুখে। তিনি নেটফ্লিক্সে শিশুদের জন্য তৈরি একটি শোতে ট্রান্সজেন্ডার চরিত্র প্রদর্শনের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনুসারীদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বাতিল করার আহ্বান জানিয়েছেন। মাস্ক অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি “ওয়োক কালচারের পক্ষপাত করছে” এবং শিশুদের মধ্যে এলজিবিটিকিউ প্রচারণা ছড়িয়ে দিচ্ছে।
গত তিন দিনে মাস্ক তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে অন্তত ২৬ বার “নেটফ্লিক্স বাতিল করুন” আহ্বান পোস্ট বা রি-পোস্ট করেছেন। এই বিতর্কের সূত্রপাত হয় মঙ্গলবার, যখন তিনি ডানপন্থি অ্যাকাউন্ট লিবস অফ টিকটক এর পোস্ট শেয়ার করেন। পোস্টে দেখানো হয় নেটফ্লিক্স শো ‘ডেড এন্ড: প্যারানরমাল পার্ক’ এর একটি ক্লিপ, যেখানে চরিত্র বার্নি নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় করায়।
মাস্কের অভিযোগের বিপরীতে, বার্নির কণ্ঠভূষক জ্যাক ব্যারাক বলেন, “অনেক শিশু ও অভিভাবক আমাকে জানিয়েছেন—এই চরিত্র তাদের জীবনে আশার আলো এনেছে।” তিনি মাস্কের সমালোচনা প্রত্যাখ্যান করেন এবং বলেন, চরিত্রটি ইতিবাচক প্রভাব ফেলছে।
মাস্ক আরও দাবী করেছেন, নেটফ্লিক্স শিশুদের মধ্যে “এলজিবিটিকিউ এবং এর ভাবধারা ঢোকাতে চাইছে” এবং একটি মিম শেয়ার করে এটিকে “ট্রোজান ঘোড়া” হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া তিনি ‘দ্য বেবি-সিটারস ক্লাব’ ও ‘কোকোমেলন’ শো সম্পর্কেও সমালোচনা করেছেন, যেখানে তিনি দাবি করেন, নেটফ্লিক্স শিশুদের মধ্যে “বিকৃত মূল্যবোধ” তৈরি করছে।
ব্যক্তিগতভাবে এই বিতর্ক সংবেদনশীল, কারণ মাস্কের একজন ট্রান্স কন্যা, ভিভিয়ান উইলসন, ২০২২ সালে নাম ও লিঙ্গ পরিবর্তনের আবেদন করেন এবং পিতার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। মাস্ক জানিয়েছেন, “আমি আমার সন্তানকে মূলত হারিয়েছি; তাকে ‘ওয়োক মাইন্ড ভাইরাস’ হত্যা করেছে।” নেটফ্লিক্স এখনও মাস্কের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেয়নি।

