বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩২, ১৩ নভেম্বর ২০২৫, ২২ জমাদিল আউয়াল ১৪৪৭ হিজরি

প্রচ্ছদবিনোদননেটফ্লিক্স বয়কটের আহ্বান ইলন মাস্কের

শিশুদের শোতে ট্রান্স চরিত্র নিয়ে বিতর্ক

নেটফ্লিক্স বয়কটের আহ্বান ইলন মাস্কের

প্রকাশিত :

বিনোদন ডেস্ক

spot_img
বিশ্বের ধনী উদ্যোক্তা ইলন মাস্ক আবারও বিতর্কের মুখে। তিনি নেটফ্লিক্সে শিশুদের জন্য তৈরি একটি শোতে ট্রান্সজেন্ডার চরিত্র প্রদর্শনের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনুসারীদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বাতিল করার আহ্বান জানিয়েছেন। মাস্ক অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি “ওয়োক কালচারের পক্ষপাত করছে” এবং শিশুদের মধ্যে এলজিবিটিকিউ প্রচারণা ছড়িয়ে দিচ্ছে।
গত তিন দিনে মাস্ক তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে অন্তত ২৬ বার “নেটফ্লিক্স বাতিল করুন” আহ্বান পোস্ট বা রি-পোস্ট করেছেন। এই বিতর্কের সূত্রপাত হয় মঙ্গলবার, যখন তিনি ডানপন্থি অ্যাকাউন্ট লিবস অফ টিকটক এর পোস্ট শেয়ার করেন। পোস্টে দেখানো হয় নেটফ্লিক্স শো ‘ডেড এন্ড: প্যারানরমাল পার্ক’ এর একটি ক্লিপ, যেখানে চরিত্র বার্নি নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় করায়।
মাস্কের অভিযোগের বিপরীতে, বার্নির কণ্ঠভূষক জ্যাক ব্যারাক বলেন, “অনেক শিশু ও অভিভাবক আমাকে জানিয়েছেন—এই চরিত্র তাদের জীবনে আশার আলো এনেছে।” তিনি মাস্কের সমালোচনা প্রত্যাখ্যান করেন এবং বলেন, চরিত্রটি ইতিবাচক প্রভাব ফেলছে।
মাস্ক আরও দাবী করেছেন, নেটফ্লিক্স শিশুদের মধ্যে “এলজিবিটিকিউ এবং এর ভাবধারা ঢোকাতে চাইছে” এবং একটি মিম শেয়ার করে এটিকে “ট্রোজান ঘোড়া” হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া তিনি ‘দ্য বেবি-সিটারস ক্লাব’ ও ‘কোকোমেলন’ শো সম্পর্কেও সমালোচনা করেছেন, যেখানে তিনি দাবি করেন, নেটফ্লিক্স শিশুদের মধ্যে “বিকৃত মূল্যবোধ” তৈরি করছে।
ব্যক্তিগতভাবে এই বিতর্ক সংবেদনশীল, কারণ মাস্কের একজন ট্রান্স কন্যা, ভিভিয়ান উইলসন, ২০২২ সালে নাম ও লিঙ্গ পরিবর্তনের আবেদন করেন এবং পিতার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। মাস্ক জানিয়েছেন, “আমি আমার সন্তানকে মূলত হারিয়েছি; তাকে ‘ওয়োক মাইন্ড ভাইরাস’ হত্যা করেছে।” নেটফ্লিক্স এখনও মাস্কের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেয়নি।

Latest articles

চট্টগ্রামে যুবককে হাসপাতাল থেকে তুলে নিয়ে মুক্তিপণ আদায় চেষ্টা, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতাল থেকে মারধর করতে করতে তুলে নিয়ে যাওয়া হয়েছে একটি ওষুধ...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ব্যাংক ঋণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান...

বে টার্মিনাল ২০৩০ সালের মধ্যেই অপারেশনে যাবে: বন্দর চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মুনিরুজ্জামান জানিয়েছেন- ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম...

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের ২০ শতাংশ দাম বাড়ছে

ইন্টারনেট সেবায় নতুন খসড়া নীতিমালা কার্যকর হলে গ্রাহক পর্যায়ে সেবার খরচ ২০ শতাংশ পর্যন্ত...

More like this

প্রেমিক নয়, শেখ সাদী আমার ছোট ভাই : পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন যেন থামছেই না। একের পর...

কলকাতায় তোপের মুখে জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে ঘিরে বিক্ষোভের ঝড় উঠেছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকার আয়োজিত...

৫ বছর পর দেশে ফিরলেন শাবানা

অভিনয় ছেড়েছেন, ছেড়েছেন দেশ, বদলেছেন বেশও। কালেভদ্রে আসেন দেশে। এবার যেমন এলেন ৫ বছর...