চুল পড়া আজকাল একটি সাধারণ সমস্যা। অনেকেই নানাভাবে চেষ্টা করেও সমাধান পান না। অথচ রান্নাঘরের খুব পরিচিত একটি উপাদান রসুন চুলের জন্য হতে পারে দারুণ উপকারী। শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয়, রসুন চুল পড়া রোধ করতেও কার্যকর। তবে এর জন্য সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে।
রসুনে সালফারসহ এমন কিছু উপাদান রয়েছে যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। পাশাপাশি এতে জীবাণুরোধী ক্ষমতা থাকায় মাথার ত্বকে সংক্রমণ কমে। এর ফলে স্বাভাবিকভাবে চুল পড়া হ্রাস পায় এবং নতুন চুল গজাতেও সহায়তা করে।
রসুনের সবচেয়ে জনপ্রিয় ব্যবহার হলো রসুন তেল। এর জন্য নারকেল বা অলিভ অয়েলে থেঁতো করা রসুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হয়। ঠাণ্ডা হলে সেই তেল মাথার ত্বকে মেখে হালকা হাতে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল পড়া কমে। নিয়মিত ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যায়।
এ ছাড়া রসুন পেস্টও ব্যবহার করা যায়। কয়েক কোয়া রসুন থেঁতো করে শুকনো চুলের গোড়ায় আধঘণ্টা মেখে রেখে ধুয়ে ফেললে চুল হবে ঝকঝকে ও নরম। চাইলে রসুন গুঁড়া তৈরি করে তেলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে একদিন ব্যবহার করলেও সুফল মিলবে।
তবে রসুন ব্যবহারের আগে সতর্ক থাকতে হবে। কারো কারো ত্বকে অ্যালার্জি হতে পারে। তাই আগে অল্প করে ব্যবহার করে পরীক্ষা করা উচিত। সঠিকভাবে ব্যবহার করতে পারলে রসুন চুল পড়া রোধে প্রাকৃতিক ও কার্যকর সমাধান হতে পারে।

