বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩২, ১৩ নভেম্বর ২০২৫, ২২ জমাদিল আউয়াল ১৪৪৭ হিজরি

প্রচ্ছদঅর্থনীতিউৎপাদন শুরুর ১২ ঘন্টার মধ্যেই বন্ধ সিইউএফএল

উৎপাদন শুরুর ১২ ঘন্টার মধ্যেই বন্ধ সিইউএফএল

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

দীর্ঘ সাত ছয় মাস বন্ধ থাকার পর বহুল আলোচিত রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) মাত্র ১২ ঘণ্টা উৎপাদন চালু রাখতে পারল না।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বহু প্রতীক্ষার পর কারখানার উৎপাদন শুরু হলেও, রবিবার বিকেল সোয়া ৩টার মধ্যেই সেটি আবারও বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, “যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন বন্ধ রয়েছে। আমি বর্তমানে প্ল্যান্টে আছি, পরে বিস্তারিত জানাব।” তবে পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রায় সাত মাস ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ১১ এপ্রিল থেকে অচল হয়ে পড়েছিল দেশের অন্যতম বৃহৎ সার কারখানাটি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

যদিও গত ১৯ অক্টোবর গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়, এবং সপ্তাহখানেক যান্ত্রিক প্রস্তুতির পর শনিবার রাতে উৎপাদন শুরু করে সিইউএফএল। কিন্তু ঘণ্টা কয়েকের মধ্যেই আবার থেমে যায় সেই উৎপাদন।

কেজিডিসিএলের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আজম খান বলেন, “আমরা গ্যাস সরবরাহের ক্ষেত্রে কোনো বাধা দিইনি। সরকারিভাবে কারখানা চালু বা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়, যা চাহিদার ওপর নির্ভর করে।”

দেশের কৃষিনির্ভর অর্থনীতির জন্য এই কারখানার পুনরায় বন্ধ হয়ে পড়া এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

Latest articles

চট্টগ্রামে যুবককে হাসপাতাল থেকে তুলে নিয়ে মুক্তিপণ আদায় চেষ্টা, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতাল থেকে মারধর করতে করতে তুলে নিয়ে যাওয়া হয়েছে একটি ওষুধ...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ব্যাংক ঋণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান...

বে টার্মিনাল ২০৩০ সালের মধ্যেই অপারেশনে যাবে: বন্দর চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মুনিরুজ্জামান জানিয়েছেন- ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম...

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের ২০ শতাংশ দাম বাড়ছে

ইন্টারনেট সেবায় নতুন খসড়া নীতিমালা কার্যকর হলে গ্রাহক পর্যায়ে সেবার খরচ ২০ শতাংশ পর্যন্ত...

More like this

চট্টগ্রামে যুবককে হাসপাতাল থেকে তুলে নিয়ে মুক্তিপণ আদায় চেষ্টা, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতাল থেকে মারধর করতে করতে তুলে নিয়ে যাওয়া হয়েছে একটি ওষুধ...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ব্যাংক ঋণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান...

বে টার্মিনাল ২০৩০ সালের মধ্যেই অপারেশনে যাবে: বন্দর চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মুনিরুজ্জামান জানিয়েছেন- ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম...