বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অ্যাসিড নিক্ষেপ করে জেসমিন আক্তার (২২) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত স্বামী তোহা প্রকাশ পেটাইন্না (২৫)কে শনিবার (১৩ সেপ্টেম্বর) গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জেসমিন আক্তার রামু উপজেলার দক্ষিণ করলিয়া মোরা গ্রামের আলী হোছনের মেয়ে এবং গ্রেপ্তার তোহা প্রকাশ পেটাইন্না নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে নারিচবুনিয়া এলাকার ফোর এইচ কোম্পানির ১৫নং রাবার বাগানের স্টাফ ঘরে জেসমিন আক্তারকে অ্যাসিড নিক্ষেপ করে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। এর পরই তদন্ত শুরু হয় এবং শনিবার ভোরে আসামিকে গ্রেপ্তার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসরুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বান্দরবান আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও আসামির সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করছে।