গাজীপুরের শ্রীপুরের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছেন সহযোগীরা।
বৃহস্পতিবার রাত ৮টার পর শ্রীপুর পৌরসভার টেংরা মোড়ে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন।
পুলিশ বলছে, সন্ত্রাসী মামুন আল মুজাহিদ ওরফে সুমনকে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুইন এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। এ খবরে সুমনের সহযোগীরা তিন দফা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
হামলায় আহত পাঁচ পুলিশ সদস্যকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সুমন বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য দিয়েছে পুলিশ।
হামলায় আহত এএসআই শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারের খবর পেয়ে শীর্ষ সন্ত্রাসী সুমনের সহযোগীরা প্রথমে বরমী এলাকায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে সাতখামাইর সিসিডিবি এলা