তোরা দেখে যা আমিনা মায়ের কোলে/ মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে/ যেন ঊষার কোলে রাঙা–রবি দোলে ॥
আজ ১২ রবিউল আউয়াল। বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (দ.)- ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময়ে এই পৃথিবীতে শুভাগমন করেছেন। তাঁর আগমনে বিশ্ব আনন্দে মেতে উঠেছিল। আইয়ামে জাহেলিয়া যুগ তথা কুসংস্কারাচ্ছন সমাজ ব্যবস্থার অবসান ঘটাতে এসেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (দ.)। সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করেন। দেশে দেশে উদযাপন করা হয় জুলুছসহ নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠানাদি। চট্টগ্রামে জশনে জুলুছের বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে প্রতি বছর এ জুলুছ বের করা হয়। এবারের জুলুছে নেতৃত্ব দেবেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সৈয়দ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।
পৃথিবীতে হযরত মুহাম্মদ (দ.) এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন ইসলাম তথা শান্তির ধর্ম। আরব সমাজ যখন নানা কুসংস্কারসহ পৌত্তলিকতার অন্ধকারে ডুবে ছিল, তখন মহানবী হযরত মুহাম্মদ (দ.)কে বিশ্বজগতের জন্য ‘রহমতস্বরূপ’ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। তাঁর আবির্ভাবে এবং ইসলামের শান্তির বাণীর প্রচারে আলোড়িত হয় বিশ্ব। পবিত্র কুরআনে সূরা আল–আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে মহান আল্লাহ তা’আলা ঘোষণা করেন– ‘ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন’ ‘আমি তো আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি’। এই আয়াতটি, যেখানে আল্লাহ তা’আলা রাসুলুল্লাহ (দ.)-কে সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরণ করার কথা বলেছেন।
পবিত্র কোরআনের সুরা ইউনুসের ৫৮ নম্বর আয়াতে বলেছেন, ‘কুল বিফাদলিল্লা–হি ওয়া বিরাহমাতিহী ফাবিযা–লিকা ফালইয়াফরাহূ হুওয়া খাইরুম মিম্মা–ইয়াজমা’ঊন।
‘হে রসুল! আপনি বলুন, তোমরা আল্লাহর অনুগ্রহ এবং তার দয়াপ্রাপ্ত হয়ে আনন্দ প্রকাশ কর। এটি উত্তম সে সমুদয় থেকে যা তারা সঞ্চয় করেছে।’
৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন মহানবী হযরত মুহাম্মদ (দ.)। বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে একত্রিত হওয়ার আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা প্রচার করেন তিনি। মহানবী হযরত মুহাম্মদ (দ.) দীর্ঘ ২৩ বছর এই বার্তা প্রচার করেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এ দ্বন্দ্ব–সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে।