একসময় কেবল রক্তচাপ মাপা আর হৃদস্পন্দন শোনার যন্ত্র হিসেবে পরিচিত ছিল স্টেথোস্কোপ। কিন্তু আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে এখন ঘরে বসেই হৃদরোগ শনাক্ত করা সম্ভব হতে যাচ্ছে। ব্রিটিশ গবেষকেরা তৈরি করেছেন নতুন প্রজন্মের এআই-স্টেথোস্কোপ, যা কয়েক সেকেন্ডেই শনাক্ত করতে পারবে গুরুতর হার্টের সমস্যা।
প্রচলিত ধাতব চেস্টপিসের পরিবর্তে এতে ব্যবহার করা হয়েছে কার্ডের আকারের একটি বিশেষ ডিভাইস। এতে থাকা মাইক্রোফোন এতটাই সংবেদনশীল যে, এটি হৃদস্পন্দন ও রক্তপ্রবাহের সূক্ষ্মতম পার্থক্যও ধরে ফেলতে সক্ষম—যা মানুষের কানে শোনা যায় না। সংগৃহীত তথ্য সঙ্গে সঙ্গে ইসিজি আকারে রেকর্ড হয়ে ক্লাউডে পাঠানো হয়। এরপর এআই সিস্টেম হাজার হাজার রোগীর ডেটার সঙ্গে তুলনা করে দ্রুত ফলাফল জানিয়ে দেয়।
গবেষণার ফলাফলে দেখা গেছে, এই এআই-স্টেথোস্কোপ ব্যবহার করলে হার্ট ফেলিওর শনাক্ত হওয়ার সম্ভাবনা ২.৩৩ গুণ, অস্বাভাবিক হৃদস্পন্দন শনাক্ত হওয়ার সম্ভাবনা ৩.৫ গুণ এবং হার্ট ভালভের রোগ ধরা পড়ার সম্ভাবনা ১.৯ গুণ বেড়ে যায়।
ইমপেরিয়াল কলেজ লন্ডন ও এনএইচএসের যৌথ গবেষণায় ৯৬টি চিকিৎসাকেন্দ্রে প্রায় ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়। ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক হওয়ায় বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ব্যবহার করলে হৃদরোগ আগে থেকেই ধরা সম্ভব, ফলে সময়মতো চিকিৎসা শুরু করে মৃত্যুঝুঁকি কমানো যাবে।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের পরিচালক ড. সোনিয়া বাবু-নারায়ণ মন্তব্য করেন, “দুই শতাব্দী আগে আবিষ্কৃত সাধারণ স্টেথোস্কোপ এখন ২১ শতকের প্রযুক্তিতে নতুন প্রাণ পাচ্ছে। রোগ আগেভাগে ধরা পড়লে রোগী অনেক সুস্থভাবে বাঁচতে পারবেন।”