পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, আফগান সীমান্তের কাছে গত কয়েক দিনে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আস্তানায় সেনা অভিযানে অন্তত ১৯ জন পাকিস্তানি সেনা এবং ৩৫ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে।
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় অভিযানে ২২ জন টিটিপি সদস্য নিহত হয়। দক্ষিণ ওয়াজিরিস্তানে আরেক অভিযানে নিহত হয় আরও ১৩ জন। ওই সংঘর্ষে ১২ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
সেনা কর্তৃপক্ষ আরো জানায়, লোয়ার দির জেলায় এক আস্তানা ঘিরে ফেলার পর গোলাগুলিতে ৭ সেনা ও ১০ টিটিপি সদস্য নিহত হয়।
বর্তমানে দেশটির সীমন্ত এলাকায় বেশ থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।