ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামউপজেলাচাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকায় আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ১ হাজার ৭৬৮ জন ভোটার। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভোটার তালিকা প্রকাশ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য-সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী।

তিনি বলেন, “খসড়া ভোটার তালিকার আপত্তিগুলো বিভাগীয় পর্যায়ে নিষ্পত্তি করে আমাদের কাছে পাঠানো হয়েছে। তাই কোন বিভাগে কতটি আপত্তি পড়েছে, তা আমি বলতে পারছি না। তবে বিভাগগুলোর সংশোধিত ভোটার তালিকা কমিটির সুপারিশ ও উপাচার্যের অনুমোদনের ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।”

ভোটার তালিকা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “অনেক ডিপার্টমেন্ট খসড়া ভোটার তালিকায় সদ্য ভর্তিপ্রাপ্তদের যুক্ত করছিল না। তাদেরকে চূড়ান্ত ভোটার তালিকায় স্থান দেওয়ায় ভোটার সংখ্যা বেড়েছে। কোন হলে কত ভোটার এটা পরে প্রকাশ করা হবে।” এ তালিকা সব হলের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া ভোটার তালিকায় ভোটার ছিলেন ২৫ হাজার ৮৬৬ শিক্ষার্থী। তবে ২৭ হাজার ৬৩৪ শিক্ষার্থী চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেয়েছে।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম থাকলে উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া সাপেক্ষে তাঁর নাম বাদ দেওয়া হবে। সেই সঙ্গে এক হলের শিক্ষার্থী অন্য হলে নাম আসলে আবেদনের মাধ্যমে আপত্তি জানাতে পারবে।

মনোনয়নপত্র সংগ্রহ শুরুঃ

১৪ সেপ্টেম্বর থেকে চাকসু এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। চাকসু নির্বাচনের মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা আর হল সংসদের জন্য ২০০ টাকা।

আগ্রহী প্রার্থীরা ১৪ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বেলা ৩টা। যাচাই–বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

প্রার্থীরা সশরীর বিশ্ববিদ্যালয় চাকসু ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র প্রার্থীকে সংশ্লিষ্ট হল রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সশরীর সংগ্রহ ও দাখিল করতে হবে।

চাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না। চাকসু এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ১২ অক্টোবর। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে। প্রায় ৩৬ বছর পর এই নির্বাচন হতে যাচ্ছে।

Latest articles

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

চট্টগ্রামে ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায়...

চট্টগ্রামে ১৬ আসনের ৮৬ ভোটকেন্দ্র নিয়ে রাজনৈতিক নেতাদের আপত্তি

চট্টগ্রামের ১৬ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছেন রাজনৈতিক নেতারা।...

চট্টগ্রামে মনোরেলের সার্ভে শুরু

চট্টগ্রাম নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষে ফিল্ড সার্ভে শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর)...

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় । এ...

More like this

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

চট্টগ্রামে ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায়...

চট্টগ্রামে মনোরেলের সার্ভে শুরু

চট্টগ্রাম নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষে ফিল্ড সার্ভে শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে ১৯০৬ মণ্ডপে দুর্গাপূজা, আজ মহাষষ্ঠী

বাঙালি হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আজ শুরু হচ্ছে।...