বাংলাদেশ পুলিশে ফের বড় রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বদলিকৃত কর্মকর্তাদের জনস্বার্থে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ২২ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।