দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৫-২০২৬ বর্ষের সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে ১ জুলাই থেকে। ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠান নবায়ন কার্যক্রম সম্পন্ন করেননি সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে নবায়ন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
চিটাগাং চেম্বারের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানোনো হয়- উক্ত সময়ের মধ্যে যে সকল সদস্য প্রতিষ্ঠান নবায়ন সম্পন্ন করবেন না চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী তাঁদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।
উল্লেখ্য যে, সদস্যপদ নবায়নের লক্ষ্যে গত বছরের চেম্বার সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স (হালনাগাদ), ই-টিন, হালনাগাদ আয়কর সনদপত্র অথবা ২০২৪-২০২৫ আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র ডেলিগেট সদস্যদের স্ব-স্ব গ্রুপ/টাউন এসোসিয়েশন থেকে উক্ত মেয়াদের সদস্যপদ নবায়ন সার্টিফিকেট দাখিল করতে হবে।