ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭ হিজরি

প্রচ্ছদজাতীয়চট্টগ্রামের সন্তান বাবরের মানাসলু শৃঙ্গ জয়, সাক্ষী তানভীর

চট্টগ্রামের সন্তান বাবরের মানাসলু শৃঙ্গ জয়, সাক্ষী তানভীর

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী চট্টগ্রামের সন্তান ডা. বাবর আলী। কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত মানাসলু (২৬,৭৮১ ফুট) শৃঙ্গ জয় করলেন তিনি।

অতিরিক্ত অক্সিজেন ছাড়াই এটিই প্রথম কোনো বাংলাদেশির শৃঙ্গ জয়। এই অভিযানে আরেক বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ বাবরের সঙ্গে ছিলেন ।

এটিই তার প্রথম অভিযান। তিনি প্রথম চেষ্টাতেই শৃঙ্গ জয় করে ভেঙেছেন দীর্ঘদিনের একটি ট্যাবু। প্রমাণ করেছেন, বিদেশি প্রাতিষ্ঠানিক মাউন্টেনিয়ারিং কোর্স ছাড়াও উচ্চ পর্বতারোহণে সাফল্য পাওয়া সম্ভব কেবল দেশেই অনুশীলন করে।

এই খবর নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ও ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সভাপতি ফরহান জামান। অভিযানের আউটফিটার ‘স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশন’ এর সত্ত্বাধিকারী বোধা রাজ ভান্ডারি সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরহান জামান বলেন, মানাসলুতে একই দিনে দুইবার উড়ল আমাদের লাল-সবুজের পতাকা। নিত্যনতুন চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত বাবরের দীর্ঘদিনের স্বপ্ন ছিল অতিরিক্ত অক্সিজেন ছাড়া পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত জয় করা। এই মানাসলুই হয়ে থাকল সেই কাঙ্ক্ষিত চেষ্টার পর্বত। আর তানভীর দেশের সীমিত সুবিধার মধ্যে অনুশীলন করে এ সাফল্য দেখিয়েছে। দুজনেই আমাদের প্রত্যাশা পূরণ করেছে।

তিনি আরও বলেন, তানভীর আরও উচ্চতায় চড়তে চায়। আর বাবরের লক্ষ্য ১৪টি শৃঙ্গ জয়। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে পর্বত থেকে পর্বতে উড়বে লাল-সবুজের পতাকা।

বাবর আলী এর আগে এভারেস্ট-লোৎসে এবং অন্নপূর্ণা-১ শৃঙ্গ জয় করেছেন। মানাসলু জয় তার চতুর্থ সাফল্য। তিনি চান পৃথিবীর ১৪টি শৃঙ্গই জয় করতে। আর তানভীর আহমেদ জানিয়েছেন, তিনি আরও অনেক উচ্চ পর্বতে যেতে চান।

ক্লাব সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে নেপালে যান দুজন। প্রস্তুতি শেষে তিলচে গ্রাম হয়ে বেসক্যাম্পে পৌঁছান। কয়েক দফা উচ্চতায় অভিযোজন শেষে গত ২৪ সেপ্টেম্বর তাঁরা ক্যাম্প-৩ (৬,৭০০ মিটার) হয়ে গত ২৫ সেপ্টেম্বর ক্যাম্প-৪ (৭,৪০০ মিটার) এ পৌঁছান। এরপর ২৬ সেপ্টেম্বর ভোরে গাইড বীরে তামাং এবং ফূর্বা অংডি শেরপার সঙ্গে মানাসলু শৃঙ্গে পৌঁছান।

অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে সামুদা, ভিজুয়াল নিটওয়ারস, গিগাবাইট বাংলাদেশ, চন্দ্রবিন্দু প্রকাশন, সিনোভেস্ট, সিয়েরা-রোমিও, আদিবা ফুটওয়্যার, ফোরএস অ্যাডভান্স টেকনোলজিস, জেনোভার্স, সোর্স এসোসিয়েটস, আইলেট ব্যাংকার্স, কাজী এগ্রো এবং ফ্রিয়েসভা।

ডা. বাবর আলী দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর সাধারণ সম্পাদক এবং তানভীর আহমেদ এই ক্লাবের মাউন্টেনিয়ারিং বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত। ডা. বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটের লেয়াকত আলী ও লুৎফুন্নাহার বেগমের দ্বিতীয় সন্তান।

তানভীর গতবছর অন্যতম টেকনিক্যাল চূড়া আমা দাবলাম সামিট করেন, প্রথম বাঙালি হিসেবে যে পর্বত ২০২২ সালে সামিট করেছিলেন বাবর। ভিএফ এশিয়া বাংলাদেশ এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত তানভীর কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার খরমপট্টি এলাকার অ্যাডভোকেট তারেক উদ্দিন আহমদ এবং শিরীন আহমেদের প্রথম সন্তান এবং নিজেএক কন্যা সন্তানের পিতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ২০০৬ ব্যাচের সাবেক শিক্ষার্থী।

Latest articles

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

চট্টগ্রামে ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায়...

চট্টগ্রামে ১৬ আসনের ৮৬ ভোটকেন্দ্র নিয়ে রাজনৈতিক নেতাদের আপত্তি

চট্টগ্রামের ১৬ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছেন রাজনৈতিক নেতারা।...

চট্টগ্রামে মনোরেলের সার্ভে শুরু

চট্টগ্রাম নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষে ফিল্ড সার্ভে শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর)...

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় । এ...

More like this

চট্টগ্রামে ১৬ আসনের ৮৬ ভোটকেন্দ্র নিয়ে রাজনৈতিক নেতাদের আপত্তি

চট্টগ্রামের ১৬ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছেন রাজনৈতিক নেতারা।...

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় । এ...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগের তদন্তে দুর্নীতি দমন...