ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭ হিজরি

প্রচ্ছদস্বাস্থ্যপ্রেসক্রিপশনের ছবি তোলা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিষিদ্ধ

প্রেসক্রিপশনের ছবি তোলা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিষিদ্ধ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধিরা এখন থেকে সপ্তাহে দুই দিনের বেশি সরকারি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। দেখা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।

স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো এই পরিপত্রে মোট আটটি নির্দেশনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতি সপ্তাহে শুধুমাত্র সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ওষুধ কম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এ সময়ের বাইরে কোনো প্রতিনিধি হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করতে পারবেন না। সাক্ষাতের সময় সবার গলায় নিজ নিজ কম্পানির পরিচয়পত্র দৃশ্যমান রাখতে হবে।

রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহারও বন্ধ করা হয়েছে। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার অনুমোদিত।

চিকিৎসকদের টেবিলে বেসরকারি ওষুধ কম্পানির সরবরাহকৃত ওষুধের তালিকা রাখাও নিষিদ্ধ। হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে ওষুধ কম্পানির প্রতিনিধিদের ভিড় দীর্ঘদিন ধরে সমস্যা সৃষ্টি করে আসছে।

এই কারণে রোগীরা ভোগান্তিতে পড়েন এবং হাসপাতালের কর্মপরিবেশ ব্যাহত হয়। এছাড়া চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করে নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখানোর অভিযোগও রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতে শৃঙ্খলা আনার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নতুন নির্দেশনাও তারই অংশ।

Latest articles

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

চট্টগ্রামে ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায়...

চট্টগ্রামে ১৬ আসনের ৮৬ ভোটকেন্দ্র নিয়ে রাজনৈতিক নেতাদের আপত্তি

চট্টগ্রামের ১৬ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছেন রাজনৈতিক নেতারা।...

চট্টগ্রামে মনোরেলের সার্ভে শুরু

চট্টগ্রাম নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষে ফিল্ড সার্ভে শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর)...

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় । এ...

More like this

কিডনি রোগীরা একসঙ্গে যে ২ ফল খাওয়া থেকে বিরত থাকবেন

শরীর সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত জরুরি। তবে যদি শরীরে কোনো সমস্যা...

ট্রায়ালে সফল রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন

মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল হয়েছে। যা এখন সব...

কুমড়ার বীজে লুকিয়ে আছে ১০ জাদুকরী শক্তি

প্রতিদিনের খাবারের তালিকায় ছোট্ট কিছু পরিবর্তনই এনে দিতে পারে বড় উপকার। তারই এক অনন্য...